শালিখার টেকেরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন


মাসুম বিল্লাহ, মাগুরা জেলা প্রতিনিধি:৩১ আগস্ট- ২০২০,সোমবার।
মাগুরার শালিখায় ইসলামী ব্যাংক বাংলাদেশের এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার শালিখা বাজার টেকেরহাটে ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে মাগুরা জেলা শাখার এসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান ও মাগুরা শাখার ব্যবস্থাপক মোঃ ইফতেখার হোসেন আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো: মাহবুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ন্যাচার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইলমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন উদ্দিন, শালিখা বাজার সমিতির সভাপতি শামসুর রহমান, হাজরাহাটি সম্মিলনী কলেজের প্রভাষক মেহেদী হাসান বিকু, সিমাখালি ইসলামীয়া আইডিয়াল একাডেমীর ভাইস প্রিন্সিপাল তৈয়েবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত শাখার ইনচার্জ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জনগণের সেবায় ইসলামী ব্যাংক নিবেদিত এই প্রত্যয় সকলকে পাশে থাকার আহ্বান জানান।