শালিখায় নিখোঁজ বিদ্যুৎ সরকারের লাশ নবগঙ্গা নদী থেকে উদ্ধার


মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখায় নিখোঁজ বিদ্যুৎ সরকারের (৫০) লাশ উদ্ধার নবগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে । আজ বুধবার দুপুর ১২ টায় নবগঙ্গা নদীর মনোখালী খেয়া ঘাট থেকে লাশটি উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ।নিহত বিদ্যুৎ সরকার উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গ্রামের পীযূষ কান্তি সরকারের ছেলে । স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন । এছাড়াও নিখোঁজের দিন সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টাও করেছেন বলে জানা গেছে। নিখোঁজের পরে স্বজনেরা মাইকিং ও প্রচার প্রচারণা করে নিজ এলাকাসহ আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করে অবশেষে আজ বুধবার দুপুরে নিজ বাড়ির পাশের গঙ্গারামপুর হরিতক তলা (ভদ্র ঘাটে) গৌরঙ্গ বিশ্বাস নামে এক জেলে মাছ ধরার সময় বিদ্যুৎ সরকারের লাশ নদীতে দেখতে পেয়ে স্বজনদের খবর দেই।