গোয়ালন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


আবুল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:২৮ সেপ্টেম্বর-২০২০
রাজবাড়ীর গোয়ালন্দে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার ২৮ সেপ্টম্বর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা শহিদ মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনে উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলালীগ সহ সহযোগি সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস আলী মোলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌর মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. এনায়েত হোসেন জাকির , বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ, দৌলতদিয়া বন্দর নৌযান শ্রমিক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু প্রমূখ।
আলোচনা সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দলীয় বিভেদ ভুলে সবাই কে এক হয়ে কাজ করতে অনুরোধ করেন। এবং ত্যাগি নেতাকর্মীদের যথাযথ মুল্যয়ন করার আশ্বাস দেন।
এদিকে সভা শুরুর পূর্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে আলোচনা সভা জনসভায় রুপ নেয়।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মো. আবুল হোসেন
রাজবাড়ী
তাং ২৮.০৯.২০২০