কোনো ধর্ষণকারী ছাড় পাবে না: আইজিপি


গোপালগঞ্জ প্রতিনিধি: : ০৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার।
ধর্ষণ-নিপীড়ন ও নারী নির্যাতনকারীদের সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেছেন এ দেশে কোনো ধর্ষণকারী ছাড় পাবে না। অভিযুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় এনে চার্জশিট দেয়া হবে। বিচারকার্য সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আইজিপি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্চের ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মহিত উদ্দিন ,বরিশাল রেঞ্চের ডিআইজি , গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও পৌর মেয়র কাজী লিয়াক আলীসহ জেলা পুলিশের কর্মকতারা।