মান্দায় এক বাড়ি থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার
editor ১লা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
সারাদেশ


এম,এ রাজ্জাক রাজশাহী ব্যুরোঃ১৪ অক্টোবর-২০২০,বুধবার।
নওগাঁর মান্দায় আমদানি নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালিসফা গ্রামের মোতালেব হোসেনের বাড়ি থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোতালেব হোসেনের বাড়িতে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, মাদক উদ্ধারের ঘটনায় কালিসফা গ্রামের জামাল হোসেনের ছেলে মোস্তাকিন ও সাহাপাড়া গ্রামের মোতালেব হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।