নীলফামারীতে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় গোলাম রহমান ডালুকে সংবর্ধনা


মোঃসোহেল রানা,নীলফামারী জেলা প্রতিনিধিঃ১৭ অকেআবর-২০২০,শনিবার।
নীলফামারীতে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় গোলাম রহমান ডালুকে সংবর্ধনা আজ সংবর্ধনা দেওয়া হয়েছে।
করোনা কালিন সময়ে সাংগঠনিক কর্মকাণ্ডের বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আ, খ, ম গোলাম রহমান ডালু শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ ভূষিত হয়। শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ ভূষিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নীলফামারী জেলার সচেতন মহল।
আজ নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন -১৪৭৬ ও নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার ভ্যান, ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন -৩০৭৪ এর নেতৃবৃন্দের যৌথ বর্ধিত সভা চৌরঙ্গী মোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আ, খ, ম গোলাম রহমান ডালু শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০ ভূষিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে নেতৃবৃন্দ।