মানিকগঞ্জে ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মৌন পদযাত্রা
editor ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
সারাদেশ


মানিকগঞ্জ প্রতিনিধি:১৮ অক্টোবর-২০২০,রবিবার।
ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, গ্রেফতারের প্রতিবাদ এবং সারা দেশে অব্যাহত ধর্ষণ, গুম-খুনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও মৌন পদযাত্রা হয়েছে। আজ (রবিবার) বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে মানিকগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে জেলা ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ মুখে কালোকাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল মাহমুদ, সাধারন সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।
বক্তারা, অবিলম্বে ভিপি নুরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানী মুলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানান।