মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের গান ‘বিজয়-৭১’
editor ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
সারাদেশ


মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩ ডিসেম্বর -২০২০
“দাম দিয়ে কিনেছি বাংলা, করো দানে পাওয়া নয়” শ্লোগনকে সমানে রেখে বিজয়ের মাস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের গান ‘বিজয়-৭১’ শিরোনামে মানিকগঞ্জে গণসংগীত ও একক সংগীত অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে গণসংগীতের আয়োজন করে জেলা উদীচী সংসদ ।
গণসংগীত ও একক সংগীত পরিবেশনা করেন, কণ্ঠশিল্পী ফারজানা নিপা, এম.এম. রহমান, কাজল পাল, মলি আক্তার, জুমানা জারনাজ ইয়া, অসীম মিয়া, আরাফাত সুইট ।
এসময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক-দালাল নির্ম‚ল কমিটি জেলা কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. সাখাওয়াৎ হোসাইন খান, উদীচী জেলা সংসদের সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন প্রমূখ।