ঘিওরে গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবসউপলক্ষে আলোক প্রজ্বলন


রামপ্রসাদ সরকার দীপু ষ্টাফ রিপোর্টার ঃ০৯ ডিসেম্বর-২০২০,বুধবার।
‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ এই শ্লোগানকে ধারন করে’ মানিকগঞ্জের ঘিওর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আজ ০৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় তেরশ্রী শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে গণহত্যার শিকারগ্রস্থদের স্মরণ ও মর্যাদাদান এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস -২০২০ উপলক্ষে আলোক প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিয়া মিন্টু, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম খান, জেলা কালচারাল কর্মকর্তা সেলীনা সাঈয়েদা সুলতানা আক্তার প্রমুখ। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিষ্ট মোঃ মজিবর রহমান, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমূল হক স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সজল, পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামীউল প্রধান, ঘিওর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ওস্তাদ পিযুষ কুমার দত্ত, চিত্রশিল্পী সাওন সগীর সাগর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশীদ।