নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল


নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:১১ ডিসেম্বর-২০২০
টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে প্রতিবাদ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল আয়োজন করেন। মিছিলটি তেবাড়িয়া বাজারে প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করেন। জেলা আওয়ামী লীগের সদস্য সলিমাবাদ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম দাউদ নেতৃত্বে বিশাল এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত সাবেক চেয়ারম্যান আযহারুল ইসলাম মন্টু , সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া ময়নাল, যুবলীগ নেতা তসলীম উদ্দিন মুন্না, ছাত্রলীগ নেতা মেরাজ ভূইয়া এডিশন সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।