সাভারে লড়াই হবে আব্দুল গণি ও রেফাত উল্লাহর


সাভার (ঢাকা) প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার।
আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আবারো নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গণি। অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক পৌর মেয়র মো. রেফাত উল্লাহ। তাদের দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন হাজি আব্দুল গণি।
সাভারের মেয়র বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি আবারো নৌকা প্রতীক পেয়েছি। শনিবার মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করব। আপনারা অতীতে যেভাবে আমার পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন সেই প্রত্যাশা করি।’
অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পৌর মেয়র মো. রেফাত উল্লাহ।
ফোনে মনোনয়ন প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে সাভার পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ বলেন, ‘এখন আমি দলীয় টিকিট আনার জন্য ঢাকায় যাচ্ছি। টিকিট হাতে পেয়ে আপনাদের সঙ্গে মতবিনিময় করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন আপনারা।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি সাভারসহ ৬১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।