রাতে অসহায় শীতার্তদের পাশে ইউএনও ইমরুল হাসান


নিজস্ব প্রতিনিধি:২৪ ডিসেম্বর, ২০২০
দু:স্থ্য ও গরীব অসহায় শীতার্ত মানুষের রাতে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান ।
বুধবার রাতে দৌলতপুরের বিভিন্ন এলাকায় রাস্তার আশ পাশে আশ্রিত বাড়ি বাড়ি গিয়ে দু:স্থ অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
কম্বল বিতরণ কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুর উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান জানান, শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষ গুলো এমনিতেই অসহায় ভাবে জীবন-যাপন করে থাকে। জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে অসহায় দরিদ্র মানুষগুলো মাঝে বিতরণ করেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।