শিবালয়ে বাস-সিএনজির মুখোমুখী সংর্ঘষে গৃহবধু নিহত,আহত ৫


মারুফ হোসেন, স্টাফ রিপোটার :১৩ জানুয়ারি-২০২১,বুধবার।
মানিকগঞ্জের শিবালয়ে বাস-সিএনজি,র মুখোমুখী সংর্ঘষে বৃথী আক্তার লক্ষী(২২) নামের এক গৃহবধু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকায় অপর পাঁচ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ফলসাটিয়া এলাকায় ছোট কুষ্ঠিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃথী পার্শ্ববর্তী উপজেলা ঘিওরের গোয়ালজান গ্রামের সোহেল রানার স্ত্রী। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। বরংগাইল হাই-ওয়ে পুলিশের ইনর্চাজ বাসুদেব সিনহা বলেন, শিবালয়ের ফলসাটিয়া এলাকায় আরিচামুখী একটি সিএনজিকে বিপররিদ দিক থেকে আসা একটি বাসের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে সিএনজির যাত্রী বৃথী মারাত্ব ভাবে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সিএনজিতে থাকা অপর পাঁচ জন যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন। ঘাতক বাসটিকে আটকানো সম্ভব হয়নি।#