সৈয়দপুরে কুয়াশায় বিমান উঠা নামা বন্ধসড়ক-রেলপথেও বিলম্বে চলছে যানবাহন
editor ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
সারাদেশ


শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :২১ জানুয়ারী-২০২১,বৃহস্পতিবার।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ২১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত কোন উড়োজাহাজ উঠানামা করেনি। এসময়ও কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে পুরো আকাশ। চারদিকে ধোয়াশায় সামান্য দূরেও কোন কিছু দেখা যাচ্ছেনা। মাঝে মাঝে ঝির ঝিরে বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। এতে করে সড়ক পথে চলাচলকারী যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়েই যাতায়াত করছে। রেলপথের ট্রেনগুলোরও একই অবস্থা। প্রায় প্রতিটি ট্রেনই একারণে বিলম্বে চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সৈয়দপুর বিমানবন্দরে আকাশপথের যাত্রীরা বিমানের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অবস্থান করছেন। গতকালও এমন অবস্থা ছিল। প্রায় ৮ ঘন্টা বিলম্বে বিমান আসার পর কিছু যাত্রী ঢাকায় যেতে পারলেও বেশিরভাগ ফিরে যেতে বাধ্য হয়েছে। আজ গতকালের চেয়েও কুয়াশার পরিমান বেশি থাকায় শেষ পর্যন্ত বিমান আসতে পারবে কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না বিমানবন্দর কর্তৃপক্ষ।
শৈত্য প্রবাহ প্রবল না হলেও মৃদু বাতাস বয়ে চলেছে রাত থেকেই। ফলে কুয়াশার সাথে বাতাসের যোগ হয়ে শীতের তীব্রতাও কিছুটা বেড়েছে। এর ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা কর্মে যোগ দিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। কিন্তু পেটের দায়ে তারা শীত কাতর হয়েও কাজ করতে বাধ্য হচ্ছেন। সে সাথে গৃহহীন ছিন্নমূল মানুষেরা রেলস্টেশন, বাসস্টান্ডসহ বিভিন্ন জায়গায় ঠান্ডায় মানবেতর জীবন যাপন করছে।
এদিকে ঘন কুয়াশার কারণে বোরোধানের বীজতলাসহ শাক-সবজি, রবিশষ্য সরিষা, বাদাম ক্ষেতে ফসল নষ্টের উপক্রম হয়েছে। কোন কোন ক্ষেতে বিভিন্ন শীতজনিত মোড়কও দেখা দিয়েছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করলে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন চাষিরা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকেই সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কুয়াশার পরিমান বেড়েছে। এতে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন না ঘটলেও চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার সরকার বলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকালের ফ্লাইট এখনও (দুপুর ২ টা) আসেনি। আকাশ পরিস্কার হলে বিকাল ৩ থেকে ৪ টার মধ্যে বিমান আসার সম্ভাবনা রয়েছে। গতকালও এমন হয়েছিল।