রাজবাড়ীতে আনসার সদস্যদের মধ্যে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


শরিফুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ২৭ জানুয়ারী-২০২১,বুধবার।
মুজিব শতবর্ষের উপহার হিসাবে রাজবাড়ী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন ঢাকা রেঞ্জর উপ-মহাপরিচালক পবিত্র কুমার সাহা।
বুধবার (২৭ জানুয়ারী ) বেলা সাড়ে ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জেলার ৫টি উপজেলার ইউনিয়ন ওয়ার্ড দলনেতা,দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে ৩০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণকালে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, পবিত্র কুমার সাহা উপ-মহাপরিচালক ঢাকা রেঞ্জ, এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক-
প্রশিক্ষিকাগণ।
বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে পবিত্র কুমার সাহা বলেন, বর্তমান কোভিট-১৯ বৈশ্বিক পরিস্থিতির সঙ্কটে আনসার সদস্য-সদস্যাদের সাফল্য ও বর্তমান রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্টের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি ভবিষ্যতে আনসার সদস্য-সদস্যাদের পেশাদারিত্ব ধরে রাখার জন্য আহব্বান জানান।
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, বর্তমান করোনা সংকট মোকাবেলাসহ আরো নানাবিধ দিক-নির্দেশনামুলক বক্তব্য এবং আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের কে আরো দায়িত্ব- কর্তব্য সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, বাইসাইকেল বিতরণের ফলে রাজবাড়ী জেলার তৃণমুল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।