মানিকগঞ্জে মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ


মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৬ ফেরুয়ারী-২০২১
প্রয়াত মুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরী ওরফে বাবুল চৌধুরীর নামে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ী-দেড়গ্রাম সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার শিবাবাড়ি এলাকায় নির্মিত ফলক উন্মোচনের মাধ্যমে বাবুল চৌধুরী সড়কের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ২নং ওয়ার্ডের কাউন্সিলর ছানোয়ার রহমান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন খান, মানিকগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল ইসলাম ইয়াকুব, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীনা রহমাব, প্রয়াত মুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরী বাবুলের স্ত্রী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী চ্যাটার্জী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক বাসুদেব সাহা, সাবেক সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক অনির্বাণ পাল প্রমুখ।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, স্থানীয় সরকারের নীতিমালা অনুয়ায়ী পৌর এলাকায় মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরনের মধ্য মুক্তিযোদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন চৌধুরী বাবুল ছিলেন একজন প্রকৃতদেশ প্রেমি যোদ্ধা ।