ঘিওরের বানিয়াজুরীতে ডাচ্-বাংলা ব্যাকের শাখা উদ্ধোধন


রামপ্রসাদ সরকার দীপু ষ্টাফ রিপোর্টার:-০৮ ফেরুয়ারী-২০২১,সোমবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সকালে ডাচ্ বাংলা ব্যাংকের বানিয়াজুরী শাখা (এজেন্ট ব্যাংকিং) উদ্ধোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কেক ও লাল ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব। পরে ডাচ্ বাংলা ব্যাকের বানিয়াজুরী শাখা উপদেষ্টা পবিত্র সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোক্তারুজ্জামান বাবু, ডাচ্ বাংলা ব্যাকের এরিয়া ম্যানেজার মোঃ সাঈদুর রহমান, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, জিটিভি ও মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘিওর প্রতিনিধি মোঃ শফি আলম, ইউপি সদস্য আইয়ুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান মোল্লা, ওয়াসিম খান, হামিদুল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুর রাজ্জাক। ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত সবাইকে রজনীগন্ধার ষ্টিক দিয়ে ব্যাংক কর্মকর্তারা শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।