গোপালপুর ও কালিহাতী পৌরসভায় নৌকার প্রার্থী নির্বাচিত


টাঙ্গাইল প্রতিনিধি:১৪ ফেব্রুয়ারি, ২০২১,রবিবার।
টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদ্বয় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে গোপালপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবং কালিহাতী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। রোববার(১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় নির্বাচন কমিশন কার্যারয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের সব ক’টিতে নৌকা প্রতীকে ১৮ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৭ভোট। এছাড়া বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৯১ ভোট।
অপরদিকে, কালিহাতী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রের সব ক’টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ১১ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলী আকবর জব্বার পেয়েছেন ৭ হাজার ৭৯ ভোট। এছাড়া আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হুমায়ুন খালিদ নারকেল গাছ প্রতীকে এ হাজার ৪৬০ ভোট, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থী জামিল আল মামুন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসান হাসনাত মিশু মোবাইল ফোন প্রতীকে ৩০ ভোট পেয়েছেন।