টিকা নিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি

নিজস্ব প্রতিবেদক: বুধবার, ১৭ ফেব্রুয়ারী-২০২১ ,বুধবার।
চলমান প্রাদুর্ভাব মহামারী করোনাভাইরাস যখন সারা বিশ্বব্যাপী করালগ্রাসে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই বাংলার রূপকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৮ কোটি মানুষের জনস্বাস্থ্য নিরাপত্তা রক্ষাকল্পে কোভিড- ১৯ টিকা সারাদেশের সকল জেলায় সরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার কোভিড-১৯ এর টিকা নিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
সেই সাথে বেড়েছে টিকা গ্রহনকারীর সংখ্যা হাসপাতালে দুটি টিকা কেন্দ্র চালু রয়েছে একটা পুরুষ অন্যটা মহিলা।হাসপাতালে রেজিষ্ট্রিশন করতে প্রচুর ভিড় লক্ষ করা গেছে। দিন যতই বাড়ছে টিকা গ্রহনকারীর সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে।
এবিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন এখন পযর্ন্ত যতগুলো টিকা দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সুস্থ্য আছেন তাই আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সোচ্ছার হতে হবে এবং সবাইকে টিকা অবশ্যই গ্রহন করতে হবে।দিন যতই যাচ্ছে টিকা নেওয়া সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য বিনা মুল্যে টিকা ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানান।