দৌলতদিয়া যৌনপল্লীর বাড়ীওয়ালীদের নিয়ে সচেতনতামূলক কমিউনিটি মিটিং অনুষ্ঠিত


শরিফুল ইসলাম বাচ্চু, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :৩১ মার্চ-২০২১,বুধবার।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর বাড়ীওয়ালীদের নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া ঘাট শাখার আয়োজনে ৩১ মার্চ বুধবার দুপুরে যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সংগঠনের নিজস্ব কার্যালয়ে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া ঘাট শাখার ইনচার্জ মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রেও মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, পায়াকট বাংলাদেশ এর ম্যানেজার মজিবুর রহমান জুয়েল, ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, মো. সাজ্জাদ হোসেন, কাউন্সিলর জিনাত রেহেনা, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, প্যারামেডিক হারুন, শিহাব, পিয়ার এডুকেটর আব্দুল খালেক, সাবিনা, রেখা, জাহিদা প্রমুখ।
এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস যৌনপল্লীর বাড়িওয়ালীদেরকে সিফিলিস, গনরিয়া, এইচআইভি এইডস বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।