হেফাজত ও বিএনপি জোটের নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার,:০১ এপ্রিল, ২০২১ ,বৃহস্পতিবার।
সারাদেশে হেফাজত ইসলামী ও বিএনপি , জামাত জোটের জ্বালাও পোড়াও নৈরাজ্য তান্ডব নীলা বন্ধের দাবীতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এ.এম নাঈমূর রহমান দূর্জয়ের নিদেশে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
০১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় মানিকগঞ্জে দৌলতপুর বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কাযালয় থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বেড় করে । মিছিলটি বাজার,প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ করে ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল কদ্দুছ,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক মো:শওকত আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা শামছুর রহমান শাহিন,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান মুক্তা,আওয়ামী লীগ নেতা ও পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মো:মাসুদুল হাসান,,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছায়েদুর রহমান সাঈদ,আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম,বদিয়ার রহমান বাদল,,চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন,যুবলীগ নেতা মাসুদুর রহমান,মো:সোহেল রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন,সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমুখ।