Logo
ব্রেকিং :
গনতন্ত্রকে হত্যা করছে সরকার– – আমীর খসরু মাহমুদ চৌধুরী আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে— ডিসি মাহবুবুর রহমান বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না —– এম,পি হাফিজ উদ্দীন  নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ঘিওর সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গোৎসরে মতবিনিময় সভা ঘিওর -হিজুলিয়া- ভররা সড়কের বেহাল অবস্থা ১৬ গ্রামবাসীর হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন দৌলতপুরে সম্প্রীতি সমাবেশ ও দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

অক্সিজেনের অভাবে মরে পানিতে ভাসছে কোটি টাকার মাছ

রিপোর্টার / ৬৭ বার
আপডেট রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বিজয় রজক, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :২৮ আগস্ট-২০২২,রবিবর।

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্য পুকুরের পানিতে অক্সিজেন সংকটে মৎসচাষীর প্রায় কোটি মাছ মরে গেছে। এঘটনাটি গতকাল রোববার সকালে কেন্দুয়া উপজেলার চিরাং বাজারের বাগাইট্টে সংলগ্ন সাইফুল আলমের মৎস্য পুকুরে ঘটে।

জানা যায়, উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের মৎস্যচাষী সাইফুল আলম চিরাং বাজারের বাগাইট্টে সংলগ্ন প্রায় ২৫ একর জায়গার একটি জলাশয় লিজ ( বন্ধক) নিয়ে পাবদা, ঘোলসাসহ দেশীয় প্রজাতির মাছ চাষ করেন। ইতিমধ্যে মাছগুলো বিক্রয়ের যোগ্য হয়েছিল। কিন্তু গত শনিবার থেকে আকাশ কিছুটা মেঘলা ছিল যার কারণে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়ায় পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে যার ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত ক’দিন ধরে প্রতিকূল আবহাওয়া বইছে। তাছাড়া বিদ্যুৎ স্বল্পতায় পুকুরে ঠিক মত পানি দিতে পারছেন চাষীরা। যে কারণে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে পাবদা মাছ চাষীরা এই সমস্যায় বেশি সম্মুখীন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাছ চাষি সাইফুল আলম বলেন, আকাশ মেঘলা ছিল। শেষ রাতে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। চোখের সামনেই কোটি টাকার মাছ মরে গেছে। পরে মাছগুলো কিছু অংশ তুলে বাজারে পাঠিয়েছি। বাকি মাছ মরে পুকুরে পানিতেই পঁচতে শুরু করেছে। এতে তাঁর কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। তাঁরও ধারণা অক্সিজেনের অভাবে মাছ মরেছে।

এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম জানান, দুর্যোগ পরবর্তী সময়ে পুকুরগুলোতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। আবার অনেক সময় বায়ুমন্ডলে যদি কোনো কারণে এসিটিক বাতাস প্রবাহিত হয় আর ঠিক ওই সময়ে বৃষ্টি হলে বৃষ্টির সঙ্গে বাতাসের এসিড মিশ্রিত হয়ে পানিতে পড়ে। আর তখন পানিতে অক্সিজেন সল্পতা দেখা দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে মাছ মরে ভেসে ওঠে। কেন্দুয়ায় কয়েকদিন ধরে এ সমস্যা দেখা দিচ্ছে। অন্যদের তেমন কোন ক্ষতি না হলেও সাইফুল আলমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com