মোঃ খান সোহেল , নেত্রকোনা প্রতিনিধি:১০ জুলাই-২০২২,রবিবার।
ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার গরীব দুঃখী,প্রতিবন্ধী ও অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি’র উদ্যাগে দুই শতাধিক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। নেত্রকোনা সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ঈদ (চাল,তেল,ডাল,লবন,চিনি,দুধ,সেমাই,সাবান) প্যাকেজ পেকেট উপহার সামগ্রী বিতরণ উদ্ধোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনির হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,জেলা রেডক্রিসেন্ট এর সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু,জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি’র ,সাবেক সভাপতি ফরিদ আহম্মেদ খান ও বতর্মান সভাপতি এইচ আর খান পাঠান সাখি,সাধারণ সম্পাদক উজ্জল সাহা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মিল মালিক সমিতি’র সহ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ। এর আগে দুপুরে জেলা চেম্বার এন্ড কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ ও জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি’র সভাপতি এইচ আর খান পাঠান সাখি’র নেতৃত্বে মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর হাতে ১০ উপজেলায় বিতরণের জন্য ঈদ উপহার সামগ্রীর একটি প্রতিকী পেকেট তুলে দেন। জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি’র সভাপতি এইচ আর খান পাঠান সাখি জানান,সমিতির পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার গরীব দুঃখী,প্রতিবন্ধী ও অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ঈদুল আযহা উপহার হিসেবে ১২,শ পেকেট বরাদ্ধ দেয়া হয়েছে বিতরণের জন্য। যা জেলা প্রশাসশনের মাধ্যমে জেলা সদরসহ ১০টি উপজেলায় বিতরণ করা হবে।