Logo
ব্রেকিং :
সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার পাশে মানবতার ফেরিওয়ালা সংসদ সদস্য দুর্জয় ঘিওর ও শিবালয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এসআই সহ ৬ জন আহত । হেরোইন সহ ২ জন গ্রেফতার ফরিদপুরের নগরকান্দায় নির্মানকালে ভেঙ্গে পড়লো ব্রীজ আদমদীঘিতে দুই মাদক সেবির তিন মাসের কারাদণ্ড বগুড়া আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু নেত্রকোনায় ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা নেত্রকোনায় জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা

রিপোর্টার / ২৬ বার
আপডেট রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইদহ প্রতিনিধি :২৩ ফেব্রুয়ারি, ২০২০,রবিবার।

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ওই গৃহবধূকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। সেখানে শনিবার (২২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের মা মামলা দায়ের করলে পুলিশ স্বামী সোহরাব হোসেন সৌরভকে আটক করে।

নিহত ওই গৃহবধূর নাম মুন্নি আকতার ওরফে পিংকি। তিনি ঝিনাইদহ শহরের নতুন হাটখোলার বাসিন্দা কাজল বেগমের মেয়ে। বাবার নাম জানা যায়নি। পিংকির স্বামী সৌরভ শহরের আদর্শপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক এমদাদুল হক অভিযোগের বরাত দিয়ে জানান, সৌরভ দীর্ঘদিন যাবত পিংকিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছিল। গত ৯ সেপ্টেম্বর ধর্ষণের শিকার হলে পিকিং ঝিনাইদহ সদর থানায় মামলা করে। পরে পুলিশ সৌরভকে গ্রেফতার করে। সে জেল হাজাতে ছিল। পরে মীমাংসার মাধ্যমে তাদের বিয়ে হয়।

গত ১৬ ফেব্রুয়ারি সৌরভ পিংকির বাড়ি এসে তার কাছে দুই হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় পিংকিকে মারপিট করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সৌরভ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মা কাজল বেগম জানিয়েছেন, পিংকি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com