কালের কাগজ ডেস্ক:২১ ডিসেম্বর,শুক্রবার ।
খেলতে পারেন পরিস্থিতির দাবি মিটিয়ে। যেমন পারেন টুকটুক করতে, তেমন পারেন স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ভূমিকায় দেখা গেছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মাত্র ২১ বলে ৭ চারে ৪৩ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলেন তিনি। এমন মাহমুদউল্লাহকেই দেখতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এদিন পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। এতে ৪ উইকেটে ২১১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১৭৫ রানে গুঁড়িয়ে যায় উইন্ডিজ। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৬ রানের দুর্দান্ত জয় পায় টাইগাররা। এতে প্রবল বিক্রমে সিরিজে ১-১ সমতায় ফিরেছে তারা। প্রথম ম্যাচে যাচ্ছেতাইভাবে হেরে গিয়েছিল স্বাগতিকরা।
দুর্দান্ত জয়ে দারুণ অবদান রাখা মাহমুদউল্লাহকে মনে ধরেছে সাকিবের। বিশেষ করে তার ক্ষ্যাপাটে ব্যাটিং। মাত্রাটা এতই বেশি যে সতীর্থকে সবসময় এমন রূপেই দেখতে চান তিনি।
সাকিব বলেন, আমার মনে হয়, আগ্রাসী হয়ে খেললেই ভালো খেলেন রিয়াদ ভাই। তিনি তখনই ভালো করেন, যখন উনি এ রকম ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেন। আমার ব্যক্তিগত ধারণা-বেশিরভাগ সময় উনি নিজের ইনিংসটা বিল্ড করার চেষ্টা করেন। তার জন্য ভুল পথ ওটা। তাকে আক্রমণাত্মক খেলতেই বেশি মানায়। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে।
শুধু টি-টোয়েন্টিতে নয়, ওয়ানডেতেও বিধ্বংসী মাহমুদউল্লাহকে দেখতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। এমনকি টেস্টেও।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.