কালের কাগজ ডেস্ক :০৬ ডিসেম্বর ,বৃহস্পতিবার ।
বিএনপির প্রার্থী তালিকা আংশিক ঘোষণা করার কথা থাকলেও আজ তা হচ্ছে না। আগামীকাল শুক্রবার এ তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির নির্বাচন পরিচলনা কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, তালিকা তৈরির কাজ শেষ হয়নি। তাই আজকে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে না। আগামীকাল যেকোনো সময় ঘোষণা হতে পারে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন রাতে আংশিক তালিকা প্রকাশ করার কথা।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি