
আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি:২৮ অক্টোবর-২০২২,শুক্রবার।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যে রাত ১২টায় পর শেষ হবে। গত ৭অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিন নদী ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা ছিলো।
খোঁজ নিয়ে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হবার পর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা জন্য জেলেরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এবারও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারে গেলে গোয়ালন্দে ২৮ টি মামলা হয়, এতে ৯ জেলেকে ২৭ হাজার টাকা জরিমানা ও ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
পদ্মা নদীতে মাছ ধরার জেলে আমজাদ শেখ বলেন, তারা গত ২২ দিন ধরে মাছ ধরতে নদীতে নামতে পারেননি। সংসার চালাতে আড়ৎদারদের নিকট থেকে দাদন নিয়ে সংসার চালিয়েছি। নদীতে মাছ ধরা শুরু হলে মাছ বিক্রি করে টাকা পরিশোধ করতে হবে। ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করে রেখেছি। মাঝ রাত থেকেই নদীতে নামতে সব আয়োজন শেষ করেছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) শাহারিয়ার জামান সাবু বলেন, মা ইলিশ প্রজননের সময় গত ২২ দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে উপজেলায় ২৮ টি মামলা হয়েছে। ৯ জেলেকে জরিমানা ও ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।