মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২০ অক্টোবর-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের ভ‚ঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় মালা বেগম (৩২) এক নারীকে হত্যার অভিযোগে আটক মোবারক হোসেন (৫৮) নামে এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে ভূঞাপুর থানা পুলিশ। এর আগে গত বুধবার প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাতে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেছে মালার ভাই শাহীন খান। মোবারক হোসেন ভূঞাপুর পৌর এলাকার বামনহাটা গ্রামের ইসহাক আলী আকন্দের ছেলে। এ প্রসঙ্গে ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২০ অক্টোবর) রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। এদিকে, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুধবার রাতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে ভ‚ঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তারআগে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন করে। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মালা গোপালপুর উপজেলার নলীন গ্রামের দেলোয়ার খানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের জগৎপুড়া গ্রামের তারা খানের মেয়ে।