সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ১৫ জুলাই-২০২২,শুক্রবার।
বগুড়ার আদমদীঘিতে অপহৃতা মাদরাসা ছাত্রী উদ্ধার সহ অপহরনকারী সোহাগ হোসেন (১৯) ও তার বোন সুমি আক্তার (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির কোমারপুর দীঘির পাড় গ্রামের প্রবাসী মিলন হোসেনর কন্যা ও তালোড়া জামিয়া মহিলা মাদরাসার মেসকাত বিভাগের ছাত্রী মোবাসিরা আক্তার মুক্তি কে একই গ্রামের সামছুল হকের ছেলে সোহাগ এক বছর পূর্বে হইতে প্রেম নিবেদন সহ কু প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি সোহাগের পরিবারদের জানালে সোহাগ ক্ষিপ্ত হয়। মাদরাসা ছাত্রী কোরবানীর ঈদের ছুটিতে কোমারপুর দীঘির পাড় গ্রামের বাড়ীতে আসলে গত ১৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ টার সময় নানীর বাড়ীতে যাওয়ার জন্য রওনা হয়। তাদের বাড়ীর নিকট পুকুর পারে পৌঁছা মাত্রই সোহাগ সহ ৫/৬ জন অপহরনকারী ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক অপহরণ করে সিএনজি যোগে পালিয়ে যায়। এ ঘটনায় মাদরাসা ছাত্রীর মা জুলেখা বেগম বাদী হয়ে রাতেই আদমদীঘি থানায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী অফিসার এসআই আল কাফি বুধবার রাতে অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে আপহৃতা মাদরাসা ছাত্রীকে উদ্ধার সহ সোহাগ ও সুমি আক্তার কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, অপহৃতা মাদরাসা ছাত্রীকে উদ্ধার সহ সোহাগ ও সুমি আক্তার কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।