সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ৩১ আগস্ট-২০২২,বুধবার।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরইল বাজারে একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তা উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য পঁয়তাল্লিশ পিচ আ্যাম্পুলসহ সুমন নামের একজন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার আদমদীঘি থানা করেছে পুলিশ। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুমন মন্ডল উপজেলার মুরইল বাজার থেকে শাওইল গামী রাস্তার উপর একটি মুদির দোকানের সামনে অ্যাম্পল বিক্রির উদ্দেশ্য অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যাম্পলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সুমন মন্ডল (৩৮) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাঁতাহার মহল্লার সালাউদ্দিন মন্ডলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আসামি সুমন মন্ডলের বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।