সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ ০৮ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সভাকক্ষে আজ বেলা এগারো ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মন্টু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ আরো অনেক উপস্থিত ছিলেন। উক্ত সমন্বয় সভায় উপজেলার সকল স্তরের সন্ত্রাস দমন, কালোবাজারি প্রতিরোধ, চোরাচালান রোধ, মাদক নির্মুল, বাল্যবিবাহ প্রতিরোধ, আইন শৃঙ্খলা জোরদার, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গা পুজাসহ বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলোচনা করা হয়।