রামপ্রসাদ সরকার দীপু ঘিওর( মানিকগঞ্জ) থেকে:০৪ এপ্রিল-২০২০,শনিবার।
মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের খাবারের ব্যবস্থা করবে। সামাজিক নিরাপত্তা মেনে সবাইকে চলতে হবে। মরনঘাতী করোনা ভাইরাসের কারনে সারা দেশের লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় সরকার কর্মহীন সকল লোকজনের জন্য ত্রাণ ও নগদ অর্থ বিতরনের ব্যবস্থা করেছে। আপনারা কেউ গুজবে কান না দিয়ে সচেতনতা মেনে চলবেন। দরিদ্র জনগোষ্ঠীদের তালিকা করে সরকার তাদের খাদ্য বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আজ বিকেলে ঘিওর ডি,এন হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সামাজিক নিরাপত্তা মেনে ঘিওর উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মহীন অসহায় লোকজনের মাঝে ত্রাণ বিতরনের সময় তিনি এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান আলাই, জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ,যুবলীগের সভাপতি বাবুল বেপারী ও সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫০ জন অসহায় শ্রমিকদের নগদ ২৫০ টাকা এবং ১০ কেজি চাল এবং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫০ জন কর্মহীন শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি