পরিবর্তন প্রতিবেদক: ২৮ফেব্রুয়ারি- ২০১৯,বৃহস্পতিবার।
টানা চতুর্থবারের মতো বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্র্যাক।
মঙ্গলবার জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’-এর ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়।
সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ড নিরীক্ষার পর এ ঘোষণা দেওয়া হয়।
২০০৯ সাল থেকে এই র্যাঙ্কিং চালু হয়।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ জানান, আন্তর্জাতিক এনজিওর মধ্যে আবার শীর্ষস্থানে যাওয়ার খবরে তিনি খুশি। এ জন্য সহকর্মী ও শুভাকঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন জানান ফজলে হাসা আবেদ।
১৯৭২ সালে ফজলে হাসান আবেদ সিলেট জেলার শাল্লা এলাকায় ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ব্র্যাক এখন ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মানবাধিকার, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে কর্মসূচি পরিচালনা করছে।