কালের কাগজ ডেস্ক:১২ ডিসেম্বর,বুধবার।
মহিলা দলের সভাপতি ও ঢাকা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস বলেছেন, আমাকে হত্যার উদ্দেশে নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর শাজাহানপুরের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, আজ সকালে কমলাপুর হাই স্কুলের সামনে নির্বাচনী প্রচারণা শুরু করলে ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায়। পরে সেখান থেকে সরে গিয়ে মাদারটেক চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের ২৫/৩০ জন নেতাকর্মী আমাদের উপর হামলা চালায়। এসময় তারা একাত্তর ও সময় টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করে। আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি