নিজস্ব প্রতিবেদক:২৩ মে- ২০২০, শনিবার।
করোনা মোকাবেলায় সারাদেশে সব গন পরিবহন বন্ধ রয়েছে । এরই ধারাবাহিকতায় পাটুরিয়া আরিচা লঞ্চ চলাচল বন্ধ শুরু থেকেই। বেকার হয়ে ঘরে বসে আছে ৩ শতাধিক লঞ্চ শ্রমিক।
আজ সকাল ১১ টায় আরিচা পুরাতন ট্রাক ট্রার্মিনালে বেকার হয়ে পড়া ২৫৫ জন লঞ্চ শ্রমিকের মাঝে শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আরিচা ও পাটুরিয়া ঘাটের লঞ্চ শ্রমিক-হেল্পারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় । এছাড়া সংসদ সদস্য ব্যক্তিগত থেকেও আর্থিক সহায়তা প্রদান করেন লঞ্চ শ্রমিকদের মাঝে ।
এ সময় সংসদ সদস্য সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার, নিজ ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, ওসি শিবালয় থানা মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান, ভাইস চেয়ারম্যান লালন ফকির, আওয়ামীলীগ সাঃ সম্পাদক আঃ কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন প্রমুখ ।