কালের কাগজ ডেস্ক:১৪ জানুয়ারী,সোমবার।
ইরানে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার বৈরি আবহাওয়ার কারণে তেহরানের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
ইরানের কেন্দ্রীয় প্রদেশ আলবর্জের কারাজে ফাথ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৬ আরোহীর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়।
বোয়িং কার্গো বিমানটি কিরঘিজস্তানের বিশবেক থেকে মাংস নিয়ে আসছিল। ফাথ বিমানবন্দরে জরুরি অবতরণের সময় সেটি রানওয়ে পেরিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা দিলে আগুন ধরে যায়।
সেনাবাহিনী আরও জানায়, দুর্ঘটনার পর কেবলমাত্র সেটির ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বেঁচে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানটি ইরানের নাকি কিরঘিজস্তানের, সেটি নিয়ে সংশয় ছিল। পরে কিরঘিজস্তান সরকারের এক মুখপাত্র জানান, এটি ছিল ইরানের পায়াম এয়ারের একটি উড়োজাহাজ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি