নিজস্ব প্রতিবেদক:০৯ জুলাই-২০২২,শনিবার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর-ঘিওর-শিবালয়ের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক,জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আলহাজ্ব এ. এম নাঈমুর রহমান দুর্জয় ।
১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আযহা পালন করা হবে।
এ উপলক্ষে শনিবারে মানিকগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক,জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আলহাজ্ব এ. এম নাঈমুর রহমান দুর্জয় জানান, ঈদ ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে অমাদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধন তৈরি করুক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে আমাদের জীবন পূর্ণতায় ভরে উঠুক। মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর-ঘিওর-শিবালয় বাসীর সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
তিনি বলেন, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি। পবিত্র ঈদ উদযাপন করার পাশাপাশি নির্দিষ্ট স্থানে পশু জোবাই করে তার বর্জ্য সাথে সাথে পরিস্কার করার আহ্বান জানিয়ে সবাইকে আবারো পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানান তিনি। সকলকে ঈদ মোবারক।