হাবিবুর রহমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:০৪ মার্চ-২০২০,বুধবার।
ময়মনসিংহের ঈশ^রগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আঠারবাড়ি ইউপি কার্যলয়ের পেছনে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলা ৪নং আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের পেছনে কিতাব উদ্দিন ফকিরের মাজারের পরিত্যক্ত একটি ঘর থেকে চাদর দিয়ে মোড়ানো ওই লাশটি দেখে বুধবার সকালে স্থানীয়রা পুলিশে খবরদেয়। খবর পেয়ে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর জালাল উদ্দিন লাশ উদ্ধার করে।
পুলিশ জানায় উদ্ধারকৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মাথায় রক্তাক্ত জখম রয়েছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য ময়মনসিংহের সিআইডি পুলিশ ঘটনাস্থল পৌঁছে আঙ্গুলের ছাপ সংগ্রহের পর পুলিশ লাশটি ময়না তদেন্তের জন্য মর্গে প্রেরণ করে।