হাবিবুর রহমান,প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):২৮ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০৬ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরল করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, সিনিয়ার মৎস্য অফিসার এএসএম সানোয়ার রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।