হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)১৪ জানুয়ারী-২০২০,মঙ্গলবার।
ময়মনসিংহের ঈশ্বগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
জানা যায়, উপজেলা উচাখিলা ইউনিয়নের রামগবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে পুলিশ কনস্টেবল আশিকুর রহমান পুস্প একই ইউনিয়নের চরআলগী গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ওই মেয়েকে ধর্ষণ করে। কিন্তু একাধিকবার ধর্ষণের পরও থাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেছে ফলে প্রেমিকা বাদী হয়ে বিগত ১৫ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং ২৬। ধষির্তার ডাক্তারী পরীক্ষা শেষ হলেও এখনও রিপোর্ট প্রদান করা হয়নি। দীর্ঘ সময় হাজিরা না দেয়ায় আদালত পুলিশ কনস্টেবলের নামে গ্রেফতারি পরোয়ানা জারী করে। এই প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার তাকে আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, পূর্বের ২৬নম্বর একটি ধর্ষণ মামলায় আশিকুর রহমান পুস্পকে আটক করা হয়েছে। সে ডিএমপিতে কনস্টেবল পদে কর্মরত, আদালতে প্রেরণ করা হবে। ##