হাবিবুর রহমান,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):০৮ ফেরুয়ারী-২০২০,শনিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ ডাক বাংলো ঈশ্বরগঞ্জের চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তার, বক্তব্য রাখেন ওসি মোখলেছুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সু-সাশনের জন্যে নাগরিক সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ। ##