হাবিবুর রহমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):২৬ জুলাই-২০১৯
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপ-নির্বাচন বন্ধ খবরের পর স্বতন্ত্র প্রার্থীর সমথকদের বাড়ি ঘরে হামলা ভাংচুর করেছে আ’লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা। গত বুধবার সন্ধ্যোয় উপজেলার জাটিয়া ইউনিয়নের মাঝিয়া কান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার মামলা করা হয়েছে।
জানা যায়, স্থানীয় সরকার বিভাগ উপজেলা জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করার পর নির্বাচন কমিশন ওই পদ পুরণ করার লক্ষ্যে নির্বাচনি তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ জুলাই নির্বাচন হওয়ার কথা। কিস্তু বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছিল। মামলা অনুযায়ী ২৪ জুলাই হাই কোর্ট স্বপদে বহাল সহ নির্বাচন বন্ধের আদেশদেন ওই আদেশের পর আ’লীগ মনোনিত প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাঝিয়া কান্দি গ্রামের রায়হান, শাহজাহান, আশিক উদ্দিনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
এ ব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহাম্মদ কবির হোসেন জানান, মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ##
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি