হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ);২৭ জুলাই-২০১৯,শনিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে ফলে উচাখিলা ইউনিয়নের মরিচারচর ও নুতনচর গ্রামের তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবার গুলো চরম খাদ্য সংকটে থাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি ত্রাণ হিসেবে ৩৩৩টি পরিবারের মধ্যে ৩ কেজি হারে চাল বিতরণ করা হয়।
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের মসয় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া মুন, ওসি আহম্মেদ কবীর হোসেন, প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের প্রবল ¯্রােতে অর্ধ শতাধিক পরিবারের বসত ভিটে বিলীন হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে মরিচারচর ভেড়িবাঁধটি হুমকির মুখে রয়েছে। নদী ভাঙনে প্রায় অর্ধশতাধিক পরিবার তাদের ঘর বাড়ি সরিয়ে নিয়েছে অনত্র বসবাস করছে। এসব পরিবারের লোকজন অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের ঘরবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকার তিনশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। ##
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি