হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)::১৭ মার্চ-২০২০,মঙ্গলবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূয়া পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় গাড়ীর গতি রোধ করে চালককে মারধর করায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এঘটনায় চালক মরাজ মিয়া (৩২) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মঙ্গলবার পুলিশ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার বিরামচর গ্রামের মৃত আ: কাদিরের ছেলে পিকআপ চালক মরাজ মিয়া (৩২) বি-বাড়িয়া থেকে মাছ নিয়ে গৌরীপুর উপজেলার গাজীপুর মা-বাবার দোয় মৎস আড়তে বিক্রি করে ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্রগঞ্জ পৌর সদরের মুক্তিযোদ্ধা মোড়ে পুলিশ স্টিকার লাগানো মোটর সাইকেল দুই যুবক এসে রাস্তায় গাড়ী আটকিয়ে চালককে মারধর করে প্রতারণা মাধ্যমে হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খরব দেয়। আটককৃতরা হলো উপজেলা খৈরাটি গ্রামের আজিজুর রহমান বাচ্চুর ছেলে একে এম মজিদুল হক লাভলু (২৫) ও বটতলা এলাকার মোশারফকে(২৪)কে মামলা দিয়ে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, ভুয়া পুলিশের পরিচয় দিয়ে শক্তির মহরা প্রদর্শণ করায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ##