হাবিবুর রহমান,প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) :১১ জানুযারী-২০২০,শনিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সকল শ্রেণি পেশার লোকজনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইদা পারভিন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম-সস্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক আবুল মুনসুর, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ। র্যালিতে সকল দপ্তরের কর্মকতা কর্মচারী, পৌর সদরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিকেলে সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ##
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি