হাবিবুর রহমান,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):১৯ এপ্রিল-২০২০,রবিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪হাজার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়র লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আর এ খাদ্যসামগ্রী তার পক্ষে বিতরণ করছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ পর্যন্ত ওই কর্মসূচির মাধ্যমে প্রায় ৪হাজার দুঃস্থ্যের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। রমজান মাসেও এ কর্মসূচি অভ্যহত থাকবে।
জানা যায়, উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক, ভ্যানচালক, লকডাউনের কারণে বন্ধ ক্ষুদ্র ব্যবসার কর্মচারী, হোটেল শ্রমিক, ভ্রাম্যমান চা বিক্রেতা ও অসহায়দের খুঁজে বের করে তালিকা করা হয়েছে। তালিকা অনুয়ায়ী পৌর শহরসহ ১১টি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে এবং নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার স্কুল মাঠে বা বাড়ি থেকে তালিকায় উল্লেখিত ব্যক্তিদের ত্রাণ দেওয়া হচ্ছে। এপর্যন্ত তিন ধাপে প্রায় ২৬ মেট্্িরক টন মালামাল ৪হাজার অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল ও সাবান। খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন পৌর ছাত্রদল, উপজেলা বিএনপির ইউনিয়ন শাখার নেতা কর্মী বৃন্দ।
বিএনপির সভাপতি ইঞ্জিনিয়র লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান, যতদিন না এই করোনার আগ্রাসন শেষ হবে ততদিন পর্যন্ত তাঁর এ কর্মসূচি অব্যাহত থাকবে। এবং রমজান মাসেও রোজার জন্য বিশেষ ত্রাণ দেওয়া হবে। উপজেলার কোন অসহায় ও দরিদ্র মানুষ যাতে অনাহানে না থাকে তার জন্য সকল ব্যবস্থ্যা করা হবে। ##