হাবিবুর রহমান ,প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)১৯ মে-২০২০,মঙ্গলবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়েপড়া ৬ হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। কর্মহীন অসহায় অসুস্থ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বারবারই পাশে দাড়িয়েছে তিনি। এবার ৪র্থ ধাপে ২হাজার জনসহ মোট ৬ হাজার লোকের মধ্যে ওই উপহার বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ৪র্থ ধাপে রবিবার দুপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভা সহ ১১টি ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ইতোমধ্যে ৪র্থ ধাপ সহ ৬হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির ওই নেতা।
লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পারিবারিক সূত্রে জানা যায়, ৪র্থ ধাপে ২ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় রবিবার। খাদ্য ও ঈদ সামগ্রী গুলো হলো: চাল, ডাল, চিনি, সেমাই, তেল। ঈদ সামগ্রী গুলো দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসেন মোহাম্মদ মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক, ফরহাদ আহম্মেদ, রনি, মোরসালিন আহম্মেদ রাজু প্রমুখ।
লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্যক্রম অভ্যাহত থাকবে। ##