প্রতিনিধি ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):১৭ মার্চ-২০২০,মঙ্গলবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু মুজিবের শততম জন্মবাষির্কীর অনুষ্ঠান ব্যাপক উৎসাহ নিয়ে জমকালো ভাবে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তারের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্গ প্রদান, কেক কাটা, বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি সাঈদা পারভিন, ভাইস-চেয়ারম্যান একে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ। ##