Logo
ব্রেকিং :
মলদ্বারে রেখে হেরোইন পাচারকালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা  নীলফামারী-৪ আসনে আ’লীগের ৩, জাপার ২ নেতা সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল  মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ঈশ্বরদীতে টিটিই হাসিবুর রহমানকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ

রিপোর্টার / ৭২ বার
আপডেট বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

তুহিন হোসেন, পাবনা ০৪ আগস্ট-২০২২,বৃহস্পতিবার।

ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের জনৈক টিটিই হাসিবুর রহমান হাসিব কে ষ্ট্যান্ড রিলিজ করার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নং আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শীলতাহানি করে। ঐ নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রি¿ত একটি কামড়াতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল। ডিউটিরত টিটিই হাসিব তার কাছে টিকিট দেখতে চেয়ে তাকে শীলতাহানি করে। শীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটি তার আত্বীয় স্বজনদের কাছে মুঠোফোনে ঘটনাটি অবহিত করে।
এদিকে তার আত্বীয় স্বজনের কয়েকজন যুবক তাৎক্ষণিক ভাবে এয়ারপোর্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবুর রহমান হাসিবকে ষ্টেশনে ট্রেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়না। ট্রেনটি এয়ারপোর্ট ষ্টেশন ছেড়ে যায়। এসময় ঐ নারীর আত্বীয়রা টিটিই হাসিবুর রহমান হাসিব এর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান কর্তব্যরত গার্ড সেলিম।

গার্ড সেলিম আরও বলেন, প্রায় একবছর ধরে ঐ নারীকে উত্যক্ত করে আসছে বলে শুনেছি, তবে কতটা সত্য তা বলতে পারবোনা।

বিশ্বস্ত স‚ত্রে জানা যায়, এ বিষয়ের স‚ত্র ধরেই ৩ আগস্ট তাকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিব এর সাথে মুঠোফোনে তার ষ্ট্যান্ড রিলিজ এর বিষয় সহ উপরোক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানি না।

এদিকে তার ষ্ট্যান্ড রিলিজ এর বিষয়ে পাকশী রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন (ডিসিও) সাথে কথা বললে তিনি ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন ।

 

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com