চৌহালী প্রতিনিধিঃ০৯ ফেব্রুয়ারী,শনিবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বাঁছাইয়ে তৃণমূলের ভোট এবং প্রধানমন্ত্রীর আর্শীবাদ পেয়ে কেন্দ্রীয় ভাবে দলের মনোনয়ন পেলেন চৌহালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো,ফারুক সরকার। গতকাল দলীয় কার্যালয়ের প্রকাশিত সংবাদ পেয়ে চৌহালীতে নেতা-কর্মীরা মিষ্টি বিতরন করেন। উল্লেখ্য যে উপজেলার ৭টি ইউনিয়নের তৃণমূলের ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফারুক সরকার ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তারই ধারা বাহিকতায় স্থানীয় নেতা-কর্মী নিয়ে ফারুক সরকার ঢাকা আ’লীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদেন সাথে সাক্ষাত করে দলীয় ফরম উত্তলন করেন, পরে ফরমটি পুরন করে জমাদেয়ার পর দল সব দিক বিবেচনা করে চৌহালীতে ফারুক সরকারকে নৌকার মাঝি নিশ্চিত করেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি